নিউমুরিং কনটেইনার টার্মিনাল চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ হাইকোর্টের

National Desk Published: 20 নভেম্বর 2025 19:11 পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে দেওয়ার চলমান চুক্তি প্রক্রিয়া মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগের শুনানিতে আশ্বাস থাকার পরও প্রক্রিয়া এগিয়ে নেওয়ায় আদালত অসন্তোষ প্রকাশ করেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষ জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সব কার্যক্রম বন্ধ রাখা হবে।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুনানিতে রিটকারী পক্ষ জানায়, চট্টগ্রাম বন্দর দেশের কৌশলগত ও বাণিজ্যিক নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিদেশি সংস্থার কাছে দায়িত্ব দিলে রাজস্বের বড় অংশ বাইরে চলে যাওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই চুক্তি প্রক্রিয়া বাতিলের আবেদন জানানো হয়।

এর আগে, ৩০ জুলাই এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে ২২ থেকে ৩০ বছরের জন্য এনসিটি পরিচালনার উদ্যোগ নিয়ে সমালোচনা চলছে। দেশের ৯২ শতাংশ কনটেইনার হ্যান্ডলিং হয় চট্টগ্রাম বন্দরে; এ সুবিধা বিদেশি সংস্থার কাছে গেলে অর্থনীতি ও নিরাপত্তায় বড় ঝুঁকি তৈরি হবে বলে মত বিশ্লেষকদের।

Please share your comment:

Related