ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা: আপিল বিভাগের রায়

National Desk Published: 20 নভেম্বর 2025 15:11 পিএম

ফাইল ছবি

সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে দিলেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর মধ্য দিয়ে প্রায় ১৪ বছর আগে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আবারও কার্যকর হতে যাচ্ছে। এটি চালু হবে চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে।

রায় ঘোষণার পর আইনজীবীরা জানান, গত ১১ নভেম্বর শুনানি শেষ হওয়ার পর আজকে রায় ঘোষণার দিন নির্ধারণ করেছিলেন আপিল বেঞ্চ। বহুল আলোচিত এই মামলায় বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতে ইসলামী দলের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। টানা ১০ কর্মদিবস ধরে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে আপিলকারী ও রাষ্ট্রপক্ষ যুক্তি দেন, দেশের গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা প্রয়োজন। এই ব্যবস্থা বাতিলের পর থেকেই রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তারা।

বিএনপির আইনজীবী জয়নুল আবেদীন বলেন, রায়ের মাধ্যমে জনগণ নিজেদের ভোট নিজেরা দিতে পারবেন। এটি গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম করবে এবং সংঘাতের রাজনীতি থেকে মুক্তি দেবে।

Please share your comment:

Related