গণভোট নিয়ে আইন হলে করণীয় জানাবে ইসি: সিইসি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের ঘোষণা এলেও এ বিষয়ে অধ্যাদেশ (আইন) জারি হওয়ার পরই নির্বাচন কমিশন করণীয় নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার ইসির ধারাবাহিক নির্বাচনি সংলাপের চতুর্থ দিনের দ্বিতীয় পর্বের সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর বারবার প্রশ্ন তোলার প্রেক্ষাপটে সিইসি বলেন, “আইনটি হলে তখন আমাদের দায়িত্ব তৈরি হবে। এখনই এ বিষয়ে কথা বলতে পারছি না। আইন জারি হলে কীভাবে গণভোট হবে, কতটি ব্যালট বাক্স লাগবে—এসব নিয়ে কাজ শুরু করব।”
তিনি আরও বলেন, “রেফারেন্ডামের বিষয়ে একটি আইন প্রয়োজন, যা ইসি কীভাবে গণভোট পরিচালনা করবে তা নির্ধারণ করবে। ঘোষণার মাধ্যমে যে অর্ডার আসবে, সেই অর্ডারেই বিষয়গুলো পরিষ্কার হবে।”
সংলাপে সিইসির পাশাপাশি অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ পর্বে বিএনপিসহ ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে ইসি। চার দিনে মোট ৪৮টি দলের সঙ্গে মতবিনিময় সম্পন্ন হয়।
দেশের সার্বিক পরিস্থিতির প্রসঙ্গে সিইসি বলেন, “আমাদের নির্বাচন পরিচালনায় যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় স্লো অ্যান্ড স্টেডি নীতিতে—কথা কম, কাজ বেশি—এভাবেই আমরা এগোচ্ছি এবং এখন পর্যন্ত সফলভাবে এগোতে পেরেছি।”

Please share your comment: