প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও নিশ্চিত হবে : অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তি নিশ্চিত করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ’-এর কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান জানান, দেশব্যাপী প্রতিষ্ঠিত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তির জন্য একটি সর্বদলীয় কমিটি গঠন করা হবে। ওই কমিটি আগামীকাল (বুধবার) বেলা ২টা ৩০ মিনিটে সমাজকল্যাণ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।
বৈঠকে উপস্থিতরা আশা প্রকাশ করেন, সমাজকল্যাণ উপদেষ্টা বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তি নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি মো. ইলিয়াস রাজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন:
উপদেষ্টা এএইচএম সালেহ বেলাল, সহ-সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি এমএ সালাম ও মো. সুরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মীর হাসানুল রাজীব, মো. কামরুল ইসলাম, জহিরুল ইসলাম, এবং সদস্য মো. বুরহান উদ্দিন, রাসেল আহমেদ, ফরিদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মো. শফিকুল ইসলাম, মো. মেহেদী হাসান প্রমুখ।

Please share your comment: