শেখ হাসিনার ফাঁসির আদেশ

National Desk Published: 17 নভেম্বর 2025 18:11 পিএম

ফাইল ছবি

জুলাই–আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা কার্যক্রম শুরু হয়।

৪৫৩ পৃষ্ঠার এ রায় ছয়টি অংশে বিভক্ত। শুরুতে রায়ের অংশ পড়ে শোনান ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার। পরে বেঞ্চের অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী রায়ের বিভিন্ন অংশ উপস্থাপন করেন।

রায়ে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে অভিযুক্ত শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য, কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা এবং পরবর্তী সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনাগুলোর বিবরণ।

বিচার চলাকালে উপস্থাপিত অডিও, ভিডিও ফুটেজ, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনসহ নানা তথ্য–উপাত্ত আদালতে তুলে ধরা হয়। ঘটনার শিকার ব্যক্তি, প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকসহ বিভিন্ন সাক্ষীর জবানবন্দিও রায়ে অন্তর্ভুক্ত করা হয়।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন স্থানে—যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, সাভার, আশুলিয়া, রংপুরসহ—আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ভিডিও ও অন্যান্য প্রমাণ রায়ে বিশদভাবে বর্ণনা করা হয়েছে।

এ ছাড়া আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাসঙ্গিক অংশ পড়ে শোনানো হয়। একইসঙ্গে বিভিন্ন ব্যক্তির সঙ্গে শেখ হাসিনার টেলিফোন কথোপকথনের অডিওও ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়।
রায় ঘোষণার পুরো কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর এজলাস থেকে সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

Please share your comment:

Related