‘বাংলাদেশি সন্দেহে’ ভারতে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
ভারতের কেরালা রাজ্যের পালাক্কাড জেলায় ‘বাংলাদেশি নাগরিক’ সন্দেহে এক দলিত পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।
নিহত শ্রমিকের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে গত ১৩ ডিসেম্বর তিনি কেরালায় যান এবং পালাক্কাডের একটি নির্মাণস্থলে দিনমজুর হিসেবে কাজ করছিলেন।
নিহতের স্বজন কিশান বাঘেলের বরাতে জানা গেছে, একই গ্রামের দূরসম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের আহ্বানে কেরালায় যান রামনারায়ণ। তিনি চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছিলেন। তার স্ত্রী ললিতা এবং আট ও নয় বছর বয়সী দুই সন্তান রয়েছে।
প্রাথমিক তথ্যে জানা যায়, এলাকায় একটি চুরির ঘটনার পর রামনারায়ণকে চোর সন্দেহ করা হয়। একপর্যায়ে একদল লোক তাকে লাঠিসোঁটা দিয়ে নির্মমভাবে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে পুলিশি তদন্তে উঠে এসেছে, তাকে ‘বাংলাদেশি নাগরিক’ ভেবে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কেরালা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। হামলার প্রকৃত কারণ ও পেছনের উদ্দেশ্য জানতে বিস্তারিত তদন্ত চলছে।
রামনারায়ণের মৃত্যুর খবরে ছত্তিশগড়ের শক্তি জেলার তার গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ জানায়, ময়নাতদন্তসহ সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হবে। এদিকে নিহতের স্ত্রী ললিতা পালাক্কাডের উদ্দেশে রওনা হয়েছেন।
ওয়ালায়ার থানায় ভারতীয় দণ্ডবিধির নতুন আইন ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১০৩(১) ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আধার কার্ডের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং বিষয়টি ছত্তিশগড়ের শক্তি জেলার পুলিশকেও অবহিত করা হয়েছে।
ঘটনাটি ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসরত পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

Please share your comment: