বড়দিনের আগেই সেনাদের জন্য ‘ওয়ারিয়র ডিভিডেন্ড’, বোনাস চেক দেওয়ার ঘোষণা ট্রাম্পের
বড়দিনের আগেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের জন্য বিশেষ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের আওতায় দেশটির সেনাবাহিনীর প্রায় ১৪ লাখ সদস্য নগদ অর্থ সহায়তা পাবেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, প্রতিটি কর্মরত সেনাসদস্যকে দেওয়া হবে ১ হাজার ৭৭৬ ডলারের বিশেষ বোনাস, যার নাম দেওয়া হয়েছে ‘ওয়ারিয়র ডিভিডেন্ড’।
বুধবার (১৭ ডিসেম্বর) হোয়াইট হাউস থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ট্রাম্প এই ঘোষণা দেন। তিনি বলেন, বড়দিনের আগেই সেনাসদস্যদের হাতে এই বোনাসের চেক পৌঁছে যাবে এবং ইতোমধ্যেই তা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রাম্প জানান, ১৭৭৬ সালে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার বছরের প্রতি সম্মান জানাতেই এই নির্দিষ্ট অঙ্কের অর্থ নির্ধারণ করা হয়েছে।
ভাষণে ট্রাম্প তার ক্ষমতায় থাকার ১১ মাসের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। তিনি দাবি করেন, তার সরকারের শুল্কনীতি ও অর্থনৈতিক সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশমান অর্থনীতিতে পরিণত হয়েছে। একই সঙ্গে তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির কঠোর সমালোচনা করেন এবং বলেন, ‘আমি বাইডেন প্রশাসনের ভুল সিদ্ধান্তগুলো একে একে সংশোধন করছি।’
ট্রাম্প আরও দাবি করেন, তার শাসনামলে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব আয় করেছে এবং বিদেশি বিনিয়োগ ও চাকরির সুযোগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বড়দিনের আগে সেনাসদস্যদের এই বিশেষ বোনাস ঘোষণাকে তিনি দেশটির সামরিক বাহিনীর প্রতি সরকারের কৃতজ্ঞতার প্রতীক হিসেবে উল্লেখ করেন।

Please share your comment: