মিশরের সঙ্গে ইতিহাসের সর্বোচ্চ গ্যাস চুক্তি করলো ইসরাইল

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 18 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি : সংগৃহীত

প্রতিবেশী দেশ মিশরের সঙ্গে ইতিহাসের সর্বোচ্চ প্রাকৃতিক গ্যাস চুক্তি করেছে ইসরাইল। স্থানীয় সময় বুধবার (১৭ ডিসেম্বর) এই চুক্তির ঘোষণা দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মোট চুক্তিমূল্য প্রায় ৩৫ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় গ্যাস রফতানি চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

ইসরাইলের জ্বালানিমন্ত্রী এলি কোহেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু জানান, এই চুক্তির আওতায় ইসরাইল অধিকৃত গ্যাস ক্ষেত্রগুলো থেকে দীর্ঘমেয়াদে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস মিশরে সরবরাহ করা হবে। গ্যাস পরিবহন ও সরবরাহের দায়িত্বে থাকবে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি জায়ান্ট শেভরন।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর খবরে বলা হয়, এই চুক্তিকে নেতানিয়াহু ‘অর্থনৈতিক ও কৌশলগত অর্জন’ হিসেবে অভিহিত করেছেন। তার মতে, এটি আঞ্চলিক জ্বালানি শক্তি হিসেবে ইসরাইলের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় ভূমিকা রাখবে।

ইসরাইলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন জানান, এই চুক্তি থেকে ভবিষ্যতে বিপুল রাজস্ব আসবে। প্রথম কয়েক বছরে রাষ্ট্রীয় কোষাগারে শত শত মিলিয়ন ডলার যোগ হবে এবং ২০৩৩ সালের মধ্যে বার্ষিক আয় কয়েক বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

এক সময় প্রাকৃতিক গ্যাসে স্বয়ংসম্পূর্ণ থাকা মিশর এখন ইসরাইল থেকে বড় অঙ্কের গ্যাস আমদানিতে যাচ্ছে—যা আঞ্চলিক জ্বালানি রাজনীতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যদিও এখনো পর্যন্ত এই চুক্তি নিয়ে মিশর সরকার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Please share your comment:

Related