শীতে জমে প্রাণ হারাচ্ছে গাজার শিশুরা, তাঁবুই হয়ে উঠছে মৃত্যুফাঁদ

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 18 ডিসেম্বর 2025 22:12 পিএম

ছবি : সংগৃহীত

গাজার কনকনে শীত যেন এখন নীরব ঘাতক। যুদ্ধ, অনাহার আর বাস্তুচ্যুত জীবনের সঙ্গে এবার যোগ হয়েছে প্রাণঘাতী ঠান্ডা। খান ইউনুসের আল-মাওয়াসি এলাকার একটি জরাজীর্ণ তাঁবুতে তীব্র শীতে জমে মারা গেছে মাত্র ১৪ দিন বয়সী এক নবজাতক। শিশুটির নাম মোহাম্মদ।

তার মা ইমান আবু আল-খায়ের জানান, জন্মের সময় সম্পূর্ণ সুস্থ ছিল মোহাম্মদ। কিন্তু প্লাস্টিকের চাদর আর ছেঁড়া তাঁবুতে রাতের হাড়কাঁপানো ঠান্ডা সে সহ্য করতে পারেনি। ১৩ ডিসেম্বর গভীর রাতে প্রবল বৃষ্টি ও ঠান্ডার মধ্যে শিশুটি নিস্তেজ হয়ে পড়ে। হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে যায়, গায়ের রং ফ্যাকাশে হয়ে ওঠে।

যুদ্ধবিধ্বস্ত গাজায় তখন কোনো যানবাহন পাওয়া যায়নি। পরদিন সকালে একটি গাধার গাড়িতে করে শিশুটিকে রেড ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। ১৫ ডিসেম্বর সকালে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মোহাম্মদ মারা যায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসেই শীতজনিত কারণে অন্তত চারটি শিশুর মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত পরিবারগুলো এখন তাঁবুতে মানবেতর জীবনযাপন করছে—যেখানে বৃষ্টির পানি ঢুকে পড়ে, ভেজা মেঝেতে রাত কাটে শিশুদের।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ সতর্ক করে বলেন, এই শীতে আরও বহু শিশু ও বৃদ্ধের জীবন ঝুঁকিতে রয়েছে। পর্যাপ্ত আশ্রয়, গরম কাপড় ও চিকিৎসা না থাকলে মৃত্যুর সংখ্যা বাড়বে।

যুদ্ধ থেমে গেলেও গাজায় শুরু হয়নি পুনর্গঠন। ফলে শীতের রাতে প্রতিটি তাঁবুই হয়ে উঠছে একেকটি মৃত্যুফাঁদ। বিশ্ববিবেকের সামনে এখন একটাই প্রশ্ন—আর কত শিশুকে এভাবে ঠান্ডায় জমে মরতে হবে?

Please share your comment:

Related