ইউক্রেনীয় সীমান্ত পেরিয়ে ৫০ গ্রামবাসীকে ধরে নিয়ে গেল রুশ বাহিনী

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 21 ডিসেম্বর 2025 18:12 পিএম

সংগৃহীত

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে সীমান্ত অতিক্রম করে একটি গ্রামের অন্তত ৫০ জন বাসিন্দাকে রাশিয়ার অভ্যন্তরে নিয়ে গেছে রুশ সেনাবাহিনী। রোববার (২১ ডিসেম্বর) ইউক্রেনের সামরিক বাহিনীর বরাত দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাসপিলনে এবং ইউক্রেনস্কা প্রাভদার প্রতিবেদন অনুযায়ী, শনিবার দিবাগত রাতে রাশিয়ার একটি সেনাদল সুমি অঞ্চলের হাবোভস্কে গ্রামে অতর্কিত প্রবেশ করে। সেখান থেকে প্রায় ৫০ জন স্থানীয় বাসিন্দাকে আটক করে রুশ ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়। অপহৃত এসব নাগরিকদের মধ্যে বড় একটি অংশই বয়স্ক ব্যক্তি বলে জানা গেছে।

তবে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা এখন পর্যন্ত স্বাধীনভাবে এই খবরের সত্যতা যাচাই করতে পারেনি এবং রাশিয়ার পক্ষ থেকেও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাম্প্রতিক মাসগুলোতে সুমি অঞ্চলের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে রুশ বাহিনীর অনুপ্রবেশ এবং গোলাবর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ হাইহোরভ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকার যেসব বাসিন্দা আগে গ্রাম ছাড়তে রাজি হননি, এখন তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে তিনি ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ না করলেও সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকে দ্রুত এলাকা ত্যাগের আহ্বান জানিয়েছেন।

Please share your comment:

Related