দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ নিয়ে ভারতের ব্যাখ্যা
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা নিয়ে গণমাধ্যমে আসা খবরের স্পষ্টীকরণ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানান, এই ঘটনা নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে, রণধীর জয়সওয়াল জানান যে শনিবার (২০ ডিসেম্বর) ২০ থেকে ২৫ জন তরুণের একটি দল হাইকমিশনের সামনে অবস্থান নেয়। তারা ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয় এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়। তবে মুখপাত্র দাবি করেন, বিক্ষোভ চলাকালে দূতাবাসের নিরাপত্তা বেষ্টনী ভাঙার কোনো চেষ্টা করা হয়নি এবং সেখানে কোনো বড় ধরনের নিরাপত্তাজনিত সংকটও সৃষ্টি হয়নি।
রণধীর জয়সওয়াল আরও উল্লেখ করেন যে, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের সরিয়ে দেয়, যার ভিডিও প্রমাণ সংরক্ষিত আছে। তিনি জোর দিয়ে বলেন, ভিয়েনা কনভেনশন মেনে ভারতের মাটিতে অবস্থিত সকল বিদেশি কূটনৈতিক মিশনের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লি প্রতিশ্রুতিবদ্ধ।
বিবৃতিতে আরও বলা হয়, ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভারতীয় কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারত তাদের গভীর উদ্বেগের কথা ঢাকাকে জানিয়েছে। একইসঙ্গে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে দিল্লি।

Please share your comment: