ডিভি লটারি স্থগিত করলেন ট্রাম্প, গুলিবর্ষণের ঘটনার পর বড় সিদ্ধান্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 19 ডিসেম্বর 2025 18:12 পিএম

ফাইল ছবি

ডাইভারসিটি ভিসা বা ডিভি লটারি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাউন ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-তে গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেয়েছিলেন—এই তথ্য সামনে আসার পরই এমন সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসকে (ইউএসসিআইএস) ডিভি লটারি কর্মসূচি স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নোয়েম বলেন, “এই জঘন্য ব্যক্তিকে কখনোই আমাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া উচিত হয়নি।”

গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি পর্তুগালের নাগরিক ৪৮ বছর বয়সি ক্লদিও নেভেস ভ্যালেন্তে। ব্রাউন ইউনিভার্সিটিতে তার হামলায় দুই শিক্ষার্থী নিহত এবং নয়জন আহত হন। একই সঙ্গে এমআইটির এক অধ্যাপককে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়, যা আত্মহত্যা বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

মার্কিন অ্যাটর্নি লিয়া বি. ফোলির বরাতে জানা গেছে, নেভেস ভ্যালেন্তে ২০১৭ সালে ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বৈধ স্থায়ী বাসিন্দার মর্যাদা অর্জন করেছিলেন।

ডিভি লটারি কর্মসূচির আওতায় প্রতিবছর সর্বোচ্চ ৫০ হাজার বিদেশিকে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হয়। মূলত যেসব দেশে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার কম, সেসব দেশের নাগরিকদের জন্য এই কর্মসূচি চালু রয়েছে। ২০২৫ সালের লটারির জন্য প্রায় দুই কোটি আবেদন জমা পড়ে।

তবে কংগ্রেস অনুমোদিত এই কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগেও ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ডিভি লটারিকে “ঝুঁকিপূর্ণ” কর্মসূচি বলে সমালোচনা করেছিলেন। এবার সেই বিরোধিতাই বাস্তব সিদ্ধান্তে রূপ নিল।

 

Please share your comment:

Related