ভারতের শুল্ক ও ভর্তুকি নীতির বিরুদ্ধে ডব্লিউটিওতে চীনের মামলা
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পণ্যে ভারতের আরোপিত শুল্ক এবং সৌরবিদ্যুৎ খাতে দেওয়া সরকারি ভর্তুকির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-তে আনুষ্ঠানিকভাবে মামলা করেছে চীন। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয়।
চীনের অভিযোগ, ভারতের এসব নীতির ফলে দেশটির অভ্যন্তরীণ শিল্প অযৌক্তিক প্রতিযোগিতামূলক সুবিধা পাচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের ন্যায্যতার পরিপন্থী। এর মাধ্যমে চীনা রপ্তানিকারক ও উৎপাদকদের স্বার্থ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছে বেইজিং।
বিবৃতিতে বলা হয়, আইসিটি পণ্যে উচ্চ শুল্ক আরোপ এবং সৌরবিদ্যুৎ খাতে স্থানীয় উৎপাদনকে উৎসাহ দিতে দেওয়া ভর্তুকি ডব্লিউটিওর বিদ্যমান নিয়ম ও বাধ্যবাধকতার স্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে ‘ন্যাশনাল ট্রিটমেন্ট’ ও ‘মোস্ট ফেভার্ড নেশন’ নীতির সঙ্গে ভারতের এই পদক্ষেপ সাংঘর্ষিক বলে মনে করছে চীন।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, তারা ভারতকে ডব্লিউটিওতে দেওয়া প্রতিশ্রুতি সম্মান করার আহ্বান জানিয়েছে এবং দ্রুত এসব ‘ভুল নীতি’ সংশোধনের দাবি জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই মামলা এশিয়ার দুই বৃহৎ অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনাকে আরও তীব্র করতে পারে। ডব্লিউটিওতে মামলাটি গৃহীত হলে বিষয়টি দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এবং এর প্রভাব বৈশ্বিক বাণিজ্যেও পড়তে পারে।

Please share your comment: