ডলারের কাছে ধস, ভারত থেকে পুঁজি সরাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 16 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনের প্রভাব স্পষ্টভাবে পড়ছে ভারতের অর্থনীতিতে। শেয়ারবাজার থেকে একের পর এক বিদেশি বিনিয়োগ তুলে নেওয়ায় চাপের মুখে পড়েছে রুপি। এর ফলেই ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে।

মঙ্গলবার বাজার খোলার পর এক ডলারের বিনিময়ে রুপির দর নেমে যায় ৯১-এর ঘরে। লেনদেনের একপর্যায়ে রুপির মান দাঁড়ায় প্রায় ৯১.০৭, যা আগে কখনো দেখা যায়নি। এর মধ্য দিয়ে ডলারের বিপরীতে রুপি নতুন রেকর্ড পতনের মুখে পড়ল।

মুদ্রাবাজার সংশ্লিষ্টদের ধারণা, বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ডলারের দাম ৯২ রুপি ছুঁতে পারে।

অর্থনীতিবিদরা বলছেন, রুপির দুর্বলতা অস্বাভাবিক নয়, তবে যে গতিতে দরপতন হচ্ছে তা উদ্বেগজনক। বিদেশি বিনিয়োগকারীদের ধারাবাহিক পুঁজি প্রত্যাহার এবং বৈশ্বিক অনিশ্চয়তাই মূলত এই চাপ বাড়াচ্ছে। মঙ্গলবার দিন শুরুর দিকেই রুপি আগের সব রেকর্ড ভেঙে ডলারের বিপরীতে সর্বনিম্ন অবস্থানে পৌঁছে যায়।

Please share your comment:

Related