মেসির সফরে বিশৃঙ্খলার জের ধরে পদত্যাগ পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর
ফুটবল সুপারস্টার লিওনেল মেসির কলকাতা সফরে সল্ট লেক স্টেডিয়ামে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনায় পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তার পদত্যাগপত্র গ্রহণ করেন।
ঘটনার পর রাজ্য পুলিশ প্রধানসহ কয়েকজন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এক সিনিয়র পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে এবং আরেক প্রশাসনিক কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, মেসির সফরের সময় মাঠে বিশৃঙ্খলা সামলাতে ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে থাকা অরূপ বিশ্বাস তা কার্যকরভাবে করতে পারেননি। নিরাপত্তা বাহিনী মাত্র ২০ মিনিটের মধ্যে মেসিকে নিরাপদে সরিয়ে নিয়ে গেলেও দর্শকরা মাঠে ভাঙচুর চালিয়ে দেন।
মঞ্চে থাকা অবস্থায় মেসির সঙ্গে ছবি তোলা ও দর্শকদের সঙ্গে সামঞ্জস্যহীন আচরণ নিয়েও সমালোচনা উঠেছে। পরে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস নিজেও মাঠ ছাড়েন।
মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন, ঘটনার কারণে রাজ্য পুলিশের মহাপরিচালক রাজীব কুমার, বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং স্টেডিয়ামের কার্যনির্বাহী অফিসার দেব কুমার নন্দনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি বিশেষ তদন্তকারী দলও এই ঘটনার তদন্ত করছে।
এদিকে, অরূপ বিশ্বাস ক্রীড়া দপ্তরের মন্ত্রীত্ব ছাড়লেও বিদ্যুৎ দপ্তরের পদ এখনও বহাল রেখেছেন।

Please share your comment: