শান্তির বিনিময়ে ন্যাটো ছাড়ার ইঙ্গিত ইউক্রেনের
রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি করতে ন্যাটো জোটে যোগদানের অবস্থান পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে জার্মানির বার্লিনে বৈঠকের আগে ১৪ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে অনলাইন কথোপকথনে তিনি বলেন, ন্যাটো সদস্যপদের পরিবর্তে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আইনগতভাবে বাধ্যতামূলক নিরাপত্তা নিশ্চয়তা পেলে ইউক্রেন তা বিবেচনায় নিতে পারে।
জেলেনস্কির ভাষায়, ন্যাটোই ইউক্রেনের নিরাপত্তার সবচেয়ে শক্তিশালী কাঠামো হলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশের অনাগ্রহ বাস্তবতা বদলাতে বাধ্য করছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি, ‘আর্টিকেল ফাইভ’-এর মতো নিরাপত্তা প্রতিশ্রুতি এবং ইউরোপ, কানাডা ও জাপানের সম্মিলিত গ্যারান্টি ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে কার্যকর হতে পারে।
এ অবস্থান ইউক্রেনের জন্য নীতিগতভাবে গুরুত্বপূর্ণ পরিবর্তন, কারণ দেশটির সংবিধানেই ন্যাটোতে যোগদানের লক্ষ্য অন্তর্ভুক্ত। তবে দনবাসসহ কোনো ভূখণ্ড ছাড় দেওয়ার প্রশ্নে ইউক্রেন এখনো অনড়।
রয়টার্সের তথ্যে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যস্থতায় শান্তি চুক্তি নিয়ে আলোচনা এগোচ্ছে। ইউক্রেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ২০ দফার কাঠামো নিয়ে আলোচনা চলছে, যার শেষ পর্যায়ে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। তবে কিয়েভ স্পষ্ট করেছে, রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসছে না তারা।

Please share your comment: