ইরাকের সাবেক প্রেসিডেন্ট সালিহ হচ্ছেন ইউএনএইচসিআর হাইকমিশনার

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 12 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি : সংগৃহীত

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের নতুন হাইকমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট বারহাম সালিহ। তিনি ২০১৬ সাল থেকে দায়িত্ব পালন করে আসা ইতালির ফিলিপ্পো গ্রান্ডির স্থলাভিষিক্ত হবেন। শুক্রবার ১২ ডিসেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস স্বাক্ষরিত চিঠির বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

গুতেরেসের ১১ ডিসেম্বরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, সালিহের পাঁচ বছরের মেয়াদ আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে, তবে এটি ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির অনুমোদন সাপেক্ষ। অনুমোদন মিললেই সালিহ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

প্রতিবেদনে বলা হয়, ইরাকের কুর্দি অঞ্চলের নেতা সালিহকে উচ্চপর্যায়ের এই পদে নিযুক্ত করা ইউএনএইচসিআরের দীর্ঘদিনের প্রচলিত প্রথা ভেঙেছে। এর আগে সংস্থাটির প্রধানদের অর্ধেকেরও বেশি ইউরোপীয় ছিলেন। এবার প্রায় এক ডজন প্রার্থী এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন, যাদের মধ্যে ছিলেন ইউরোপীয় রাজনীতিবিদ, আইকেইএ উচ্চপদস্থ নির্বাহী, একজন ডাক্তার এবং একজন টিভি ব্যক্তিত্ব।

বারহাম সালিহ ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ইরাকের প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী এবং ইরাকি ফেডারেল সরকারের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Please share your comment:

Related