ট্রাম্পের পরিকল্পনায় ‘সুপার পাওয়ার ক্লাব’ সি৫
শিল্পোন্নত সাত দেশের জোট জি৭ নিয়ে দীর্ঘদিনের অস্বস্তি থেকে নতুনভাবে ‘সুপার পাওয়ার ক্লাব’ গড়ার ধারণা বিবেচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া, চীন, ভারত ও জাপানকে নিয়ে ‘কোর-ফাইভ’ বা ‘সি৫’ নামে একটি নতুন জোট তৈরির বিষয়ে ট্রাম্প প্রশাসন ভাবছে। জি৭-এর বেশিরভাগই ইউরোপীয় দেশ হওয়ায় এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক দূরত্ব এই নতুন বিকল্প কাঠামো নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত সপ্তাহে প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলপত্রের একটি অপ্রকাশিত দীর্ঘ সংস্করণে সি৫-এর ধারণার ইঙ্গিত পাওয়া গেছে। যদিও হোয়াইট হাউস এমন কোনো নথির অস্তিত্ব অস্বীকার করেছে। প্রেস সেক্রেটারি হান্না কেলি জানিয়েছেন, ৩৩ পৃষ্ঠার সরকারি পরিকল্পনার বাইরে ‘কোনো গোপন সংস্করণ’ নেই।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই পরিকল্পনা ট্রাম্পের পররাষ্ট্রনীতি ও শক্তিধর রাষ্ট্রগুলোর সঙ্গে তার সহযোগিতামুখী দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশেষজ্ঞ টরি টসিগ বলেন, এটি ট্রাম্পের সেই বিশ্বদৃষ্টিকে প্রতিফলিত করে যেখানে শক্তিশালী খেলোয়াড়দের পারস্পরিক প্রভাব-বলয়কে গুরুত্ব দেওয়া হয়। তবে মাইকেল সোবোলিকের মতে, সি৫ গঠন ট্রাম্পের প্রথম মেয়াদের চীননীতি থেকে বড় ধরনের বিচ্যুতি।
ইউরোপীয় বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এমন জোট পশ্চিমা ঐক্য ও ন্যাটোকে দুর্বল করতে পারে এবং ‘বিতর্কিত শাসকদের বৈধতা’ দেবে।

Please share your comment: