যুক্তরাষ্ট্রে চালু ‘ট্রাম্প গোল্ড কার্ড’ ভিসা, ১২ কোটি টাকায় মিলবে দ্রুত নাগরিকত্বের পথ

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 11 ডিসেম্বর 2025 23:12 পিএম

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর একের পর এক কঠোর অভিবাসন নীতি ঘোষণা করলেও এবার উল্টো দিকের একটি নতুন সুবিধা চালু করেছেন তিনি। ‘ট্রাম্প গোল্ড কার্ড’ নামে বিশেষ এক ভিসার আওতায় এবার সরাসরি যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ মিলবে ১০ লাখ ডলার বিনিয়োগে—বাংলাদেশি টাকায় যা ১২ কোটি টাকারও বেশি।

মার্কিন প্রশাসনের বর্ণনা অনুযায়ী, এই ভিসা হবে গ্রিনকার্ডের চেয়েও শক্তিশালী। আবেদন প্রক্রিয়ায় প্রথমে ১৫ হাজার ডলার প্রসেসিং ফি জমা দিতে হবে, যা যাবে হোমল্যান্ড সিকিউরিটির কোষাগারে এবং ফেরতযোগ্য নয়। নথিপত্র যাচাইয়ের পর আবেদনকারীকে ১০ লাখ ডলার যুক্তরাষ্ট্র সরকারের কাছে জমা দিতে হবে। বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত অর্থও প্রয়োজন হতে পারে।

এর আগে গত সেপ্টেম্বরেই দক্ষ বিদেশী কর্মীদের জন্য এইচ–১বি ভিসার আবেদন ফি বাড়িয়ে ট্রাম্প প্রশাসন সমালোচনায় পড়ে। নতুন ‘গোল্ড কার্ড’ ভিসা সেই বিতর্কের মধ্যেই অভিবাসন প্রক্রিয়ায় বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

Please share your comment:

Related