ইরানে সন্ত্রাসী হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 10 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি : সংগৃহীত

ইরানে ‘সন্ত্রাসী ও শত্রু গোষ্ঠীর’ হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানের প্রেস টিভির খবরে বলা হয়, বুধবার (১০ ডিসেম্বর) দক্ষিণ-পূর্ব ইরানের জাহেদানের কাছে লার সীমান্তবর্তী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় আইআরজিসির সদস্যদের লক্ষ্য করে আক্রমণ চালানো হয়।

আইআরজিসির কুদস আঞ্চলিক সদর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, হামলার পরপরই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। বিবৃতিতে বলা হয়, হামলাকারীদের শনাক্ত ও মোকাবিলায় অভিযান চলমান রয়েছে।

পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে একাধিক সন্ত্রাসী হামলার সাক্ষী হয়েছে। অঞ্চলটিকে ইরানের অন্যতম নিরাপত্তা-ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়।

ইরানি কর্তৃপক্ষের মতে, দেশটির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা থাকার আশঙ্কা রয়েছে। এ ধরনের হামলা মোকাবিলায় সীমান্ত এলাকায় নজরদারি ও সামরিক তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

Please share your comment:

Related