জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
জাপানে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, সোমবার (৮ ডিসেম্বর) রাতের এই ভূমিকম্পের পর দেশটির উত্তর-পূর্ব উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
জেএমএর আশঙ্কা, উপকূলীয় এলাকায় প্রায় তিন মিটার (১০ ফুট) উচ্চতার সুনামি আছড়ে পড়তে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর পরপরই হোক্কাইদো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে, সমুদ্রের মধ্যে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল আনুমানিক ৫০ কিলোমিটার।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

Please share your comment: