নেতানিয়াহুকে ক্ষমা করার ট্রাম্পের অনুরোধ নাকচ

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 07 ডিসেম্বর 2025 20:12 পিএম

ফাইল ছবি

দুর্নীতির অভিযোগে পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিচারাধীন থাকা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ।

রোববার (৭ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট হার্জোগ বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধুত্ব ও ব্যক্তিগত মতামতকে সম্মান করলেও এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছেন।

হার্জোগ বলেন, ‘ইসরাইল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আমাদের বিচার বিভাগ ও আইনি কাঠামোর প্রতি পূর্ণ সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি।’

তিনি আরও বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী অনুরোধ। তবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি সর্বাগ্রে ইসরাইলি জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দেব। জনগণের কল্যাণ আমার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিবেচনার বিষয়।’

উল্লেখ্য, গত মাসে ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রেসিডেন্টের কাছে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অযৌক্তিক বলে আখ্যা দেন এবং তাকে ক্ষমা করার আহ্বান জানান।

Please share your comment:

Related