মহাকাশ থেকেও দৃশ্যমান পবিত্র কাবা!
মক্কার কাবাকে দেখা যাচ্ছে মহাকাশ থেকে? হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি! মহাকাশচারী ডন পেটিট তার শিল্পসুষমাভরা স্পেস ফটোগ্রাফির জন্য বরাবরই পরিচিত। তিনিই সম্প্রতি মহাকাশ থেকে মক্কার এক মনোমুগ্ধকর ছবি তুলেছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কিউপোলা জানালা থেকে ধারণ করা এই ছবি এখন বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মহাকাশ থেকে তোলা ছবিতে মক্কার পবিত্র কাবাকে এক উজ্জ্বল আলোর বিন্দুর মতো দেখা গেছে। সৌদি আরবের মক্কার এই কক্ষপথের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
বলা হচ্ছে, পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার ওপরে থেকেও কাবা একটি উজ্জ্বল আলোর কেন্দ্রের মতো স্পষ্টভাবে দৃশ্যমান!
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফেরা নাসার মহাকাশচারী ডন পেটিট এক্স-এ ছবি প্রকাশ করে লেখেন—
‘সৌদি আরবের মক্কার কক্ষপথের দৃশ্য। কেন্দ্রে যে উজ্জ্বল বিন্দুটি দেখা যাচ্ছে, সেটিই কাবা—ইসলামের পবিত্রতম স্থান, যা মহাকাশ থেকেও দৃশ্যমান।’
ছবিটিতে দেখা যায় রুক্ষ উপত্যকার মাঝে বিস্তৃত মক্কা নগরী। গ্র্যান্ড মসজিদ (মসজিদ আল-হারাম) ফ্রেমের কেন্দ্রে, আর তার মধ্যেই কাবা—গিলাফে আবৃত ঘনক্ষেত্রাকার সে কাঠামো। অবিরাম ফ্লাডলাইটিংয়ের কারণে এটি বিশেষভাবে উজ্জ্বল হয়ে উঠেছে।
এই আলো সূর্যের আলো এবং কৃত্রিম আলোকসজ্জা প্রতিফলিত হয়ে কক্ষপথ পর্যন্ত পৌঁছে যায়—ফলে কাবা আশপাশের পাহাড় ও তীর্থযাত্রীদের তাঁবুর মাঝে একটি আলোকবর্তিকার মতো জ্বলজ্বল করে।
মহাকাশচারী পেটিটের দীর্ঘ-এক্সপোজার ফটোগ্রাফির দক্ষতাই এই দৃশ্যকে এমন অনন্য রূপ দিয়েছে। অরোরা, পৃথিবীর শহর, নক্ষত্র-ঘটনার ছবি তোলায় বিখ্যাত পেটিটের সর্বশেষ ছবিটি মানবজাতির আধ্যাত্মিকতার স্থায়িত্বের আরেকটি উজ্জ্বল প্রতীক।

Please share your comment: