ইমরান খানের বিষয়ে ‘সত্য গোপন’, অভিযোগ পরিবারের

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 01 ডিসেম্বর 2025 22:12 পিএম

ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের অবস্থান ও নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ—কারা কর্তৃপক্ষ ইমরান খানকে ঘিরে সত্য গোপন করছে।

রয়টার্সকে পরিবারের সদস্যরা জানান, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে স্বজন ও দলীয় নেতাদের কাউকেই ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এ সময়ের মধ্যে নানা গুজব ছড়িয়েছে—তাকে অন্য কারাগারে সরিয়ে নেওয়া হচ্ছে, এমনকি তিনি মারা গেছেন বলেও গুজব ওঠে।

কারা কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে—ইমরান খান সুস্থ আছেন। তবে যোগাযোগ না পাওয়ায় বাবা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন তার দুই ছেলে। ইমরান খানের ছেলে কাসিম খান বলেন, “আপনার বাবা নিরাপদ, আহত, বা বেঁচে আছেন কিনা না জানা—এক ধরনের মানসিক নির্যাতন।”


তিনি অভিযোগ করেন, “আমাদের সবচেয়ে বড় ভয়—আমাদের কাছ থেকে এমন কিছু লুকানো হচ্ছে যা আর ফিরিয়ে আনা যাবে না।” পরিবার আরও জানিয়েছে, ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসককে তার সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আবেদন করা হলেও, এক বছরেরও বেশি সময় ধরে অনুমতি দেওয়া হয়নি।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন—ইমরান খান সুস্থ আছেন এবং তাকে অন্য কারাগারে স্থানান্তরের কোনো পরিকল্পনার কথা তারা জানেন না।

Please share your comment:

Related