দুর্নীতির মামলায় ক্ষমা চেয়ে প্রেসিডেন্টকে নেতানিয়াহুর চিঠি

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 30 নভেম্বর 2025 19:11 পিএম

ফাইল ছবি

চলমান দুর্নীতির মামলার মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন। রোববার (৩০ নভেম্বর) প্রেসিডেন্টের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনার আবেদন প্রেসিডেন্টের কাছে পৌঁছেছে এবং এটি “উল্লেখযোগ্য প্রভাববিস্তারকারী একটি অনুরোধ” হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রয়োজনীয় মতামত ও আইনগত পরামর্শ পাওয়ার পর হার্জোগ বিষয়টি “দায়িত্বশীলতার সঙ্গে” পর্যালোচনা করবেন।

নেতানিয়াহুর এই পদক্ষেপ আসে এমন সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন—নেতানিয়াহুকে ক্ষমা করার কথা হার্জোগের বিবেচনায় নেওয়া উচিত।

২০১৯ সালে দায়ের হওয়া তিনটি দুর্নীতির মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে—যা তাকে ইসরাইলের ইতিহাসে বিচারাধীন অবস্থায় থাকা একমাত্র ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বানিয়েছে।

এর আগে নভেম্বরের শুরুতেও হার্জোগ ট্রাম্পের একটি চিঠি পেয়েছিলেন, যেখানে নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ করা হয়। গত অক্টোবরে ইসরাইল সফরের সময় ট্রাম্প পার্লামেন্টেও একই আহ্বান জানান।

এদিকে আল জাজিরা জানায়, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২4 সালের নভেম্বরে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

Please share your comment:

Related