ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার: পিটিআই নেতার দাবি

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 30 নভেম্বর 2025 19:11 পিএম

ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব অস্বীকার করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সিনেটর খুররম জিশান। তিনি জানান, ইমরান খান সম্পূর্ণ জীবিত আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারেই বন্দী রয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) পাকিস্তান থেকে ভারতের সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে খুররম জিশান দাবি করেন, ইমরান খানকে ইচ্ছাকৃতভাবে আইসোলেশনে রাখা হচ্ছে, যাতে তাকে দেশ ত্যাগে চাপ দেওয়া যায়।

তিনি বলেন, ইমরান খানের জনপ্রিয়তায় সরকার ভীত। তাই তাঁর কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দেওয়া হচ্ছে না।

সপ্তাহের শুরুতে আফগানিস্তান থেকে কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, রাওয়ালপিন্ডির কারাগারে ইমরান খানকে হত্যা করা হয়েছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও গত এক মাস ধরে তাঁর পরিবারকে সাক্ষাৎ করতে না দেওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হয়।

খুররম জিশান বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রায় এক মাস ধরে তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হয়েছে। তার পরিবার, আইনজীবী, এমনকি দলের শীর্ষ নেতাদেরও দেখা করতে দেওয়া হয়নি—যা সরাসরি মানবাধিকার লঙ্ঘন। মনে হচ্ছে তাকে জোর করে কিছু করানোর চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, কয়েকদিন ধরে তাদের আশ্বস্ত করা হয়েছে যে ইমরান খান সুস্থ আছেন এবং আদিয়ালা জেলেই আছেন।

ইমরান খানের সঙ্গে সরকার কী ধরনের সমঝোতা করতে চাইছে—এমন প্রশ্নে জিশান জানান, খানকে দেশ ছেড়ে চুপচাপ থাকার প্রস্তাব দেওয়া হয়েছে।

পিটিআই নেতা বলেন, ‘সরকার চায় ইমরান খান দেশ ছেড়ে চলে যান এবং বিদেশে গিয়ে নিরব থাকেন। তাঁকে এ জন্য নানা ছাড়ের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। কিন্তু ইমরান খান কখনোই এতে সম্মত হবেন না। তিনি যে ধরনের নেতা, এমন প্রস্তাব তিনি মেনে নেওয়ার মানুষ নন।’

Please share your comment:

Related