ওয়াশিংটনে গুলিবর্ষণে নিহত ন্যাশনাল গার্ড সদস্য, আরেকজন লড়ছেন মৃত্যুর সঙ্গে
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গুলিবর্ষণে আহত দুই ন্যাশনাল গার্ড সদস্যের একজন মারা গেছেন। স্থানীয় সময় বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে হামলার শিকার হওয়ার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, নিহত সদস্যের নাম সারা বেকস্ট্রম, বয়স মাত্র ২০। সহকর্মী অ্যান্ড্রু উলফ (২৪) এখনো হাসপাতালের নিবিড় পরিচর্যায় মৃত্যুর সঙ্গে লড়ছেন।
বুধবার দুপুর ২টায় ডাউনটাউনের ফেরাগুট স্কয়ার এলাকায় টহলদায়িত্ব পালনকালে তাদের কাছ থেকে গুলি করে একজন হামলাকারী। পুলিশ ঘটনাস্থল থেকে আফগান বংশোদ্ভূত রহমানুল্লাহ লাখানওয়াল (২৯)–কে গ্রেফতার করে।
থ্যাংকসগিভিং উপলক্ষে সেনাদের উদ্দেশে বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,
“সারা বেকস্ট্রম—অসাধারণ, তরুণ, সম্মানিত মানুষ। তিনি আর আমাদের মাঝে নেই। ”ওয়েস্ট ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল জানান, ছুটিতে স্বেচ্ছায় রাজধানীতে দায়িত্ব পালন করতে এসেছিলেন সারা। গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় রিপাবলিকান সিনেটর জিম জাস্টিসও।
বিবিসির তথ্য অনুযায়ী, অপরাধ দমনে আগস্ট থেকে ওয়াশিংটন ডিসিতে দুই হাজারেরও বেশি ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন রয়েছে। হোয়াইট হাউসের খুব কাছে ঘটে যাওয়া এই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতই হামলাকারীকে নিয়ন্ত্রণে আনে। সিবিএস নিউজ জানিয়েছে, আটক করার সময় তাকে চারবার গুলি করা হয়।

Please share your comment: