ইমরান খান জীবিত না মৃত? প্রশ্ন ছেলের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে হত্যা করা হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে উঠেছে পাকিস্তানজুড়ে জনমত। যদিও আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ তাকে জীবিত ও সুস্থ থাকার কথা জানিয়েছে, তবুও জনগণের উদ্বেগ ও ক্ষোভ থামছে না।
২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আটক আছেন ইমরান খান। কিন্তু গত তিন সপ্তাহ ধরে তার সঙ্গে দেখা করতে পারেননি পরিবারের কেউ। তার তিন বোন অভিযোগ করেছেন—নানাভাবে চেষ্টা করেও ভাইয়ের অবস্থার কোনো খোঁজ পাচ্ছেন না। ফলে তার নিরাপত্তা ও জীবন নিয়ে সন্দেহই এখন সারা দেশে আলোচনার কেন্দ্র।
এ পরিস্থিতিতে গুজব ছড়ায় যে, ইমরান খানকে কারাগারেই ‘হত্যা করা হয়েছে’। ভারত ও আফগানিস্তানের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এই গুজব আরও তীব্র হয়। খবর ছড়িয়ে পড়তেই আদিয়ালা কারাগারের সামনে হাজারও মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পিটিআইয়ের দাবি—ইমরান খানের তিন বোনকে পুলিশ পিটিয়েছে সেখানে।
এরই মধ্যে নতুন করে আলোড়ন তুলেছেন ইমরান খানের ছোট ছেলে কাসিম খান। এক্স-এ দেওয়া বিবৃতিতে তিনি বলেন,
“১৫ দিনেরও বেশি সময় ধরে আমাদের কাছে বাবার জীবিত থাকার কোনো প্রমাণ নেই। এটি কোনো নিরাপত্তা প্রোটোকল নয়—বরং তার অবস্থা গোপন করার স্পষ্ট প্রচেষ্টা।”
তিনি জানান, টানা ৮৪৫ দিন ধরে আটক থাকা ইমরান খানের বিষয়ে সম্পূর্ণ ব্ল্যাকআউট চলছে—যা পরিবারকে আরও আতঙ্কিত করছে।
এদিকে কারা কর্তৃপক্ষ জানিয়েছে—ইমরান খান জীবিত এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। কিন্তু পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়া এবং দীর্ঘ নীরবতা জনমনে সন্দেহ আরও বাড়িয়ে তুলছে।

Please share your comment: