সিরিয়ায় ইসরায়েলি হামলায় ১৩ জনের প্রাণহানি

Staff Reporter Published: 28 নভেম্বর 2025 17:11 পিএম

ছবি : সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্ক ও আশপাশের এলাকায় নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ভোরে চালানো এসব হামলায় দুই শিশুসহ অন্তত ১৩ জন সিরিয়ান নাগরিক নিহত এবং আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। একই সংঘর্ষে কয়েকজন ইসরায়েলি সেনাও আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

আল জাজিরা ও স্থানীয় সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভোররাতে ইসরায়েলের স্থল ও আকাশপথের হামলায় কুনেইত্রার আল-সালাম শহরে অন্তত পাঁচজনের মরদেহ গোলান ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরায়েলি ড্রোন এখনও ওই অঞ্চলে টহল দিচ্ছে বলে সানা জানিয়েছে।

বেইত জিন শহর থেকে বহু পরিবার নিরাপদ স্থানে পালিয়ে গেছে। সিরিয়ান সিভিল ডিফেন্স জানিয়েছে, ইসরায়েলি বাহিনী যেকোনো নড়াচড়া লক্ষ্য করে হামলা চালাচ্ছে, ফলে তারা আহতদের উদ্ধার করতেও পারছে না।

২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দক্ষিণ সিরিয়ায় দখলদারিত্ব বিস্তারের মধ্যে ইসরায়েলের হামলা আরও ঘনঘন হয়েছে। স্থানীয় সূত্রগুলো বলছে, হামলায় নিহতদের বেশিরভাগই সাধারণ মানুষ—কৃষক ও রাখাল, যাদের সঙ্গে কোনো সশস্ত্র গোষ্ঠীর সম্পৃক্ততা নেই।

ইসরায়েল দাবি করেছে, তাদের ছয়জন সেনা আহত হয়েছে এবং ‘অভিযান সম্পন্ন’ হয়েছে। সন্দেহভাজনদের গ্রেপ্তার বা ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে বলে জানানো হয়। তবে এলাকায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

Please share your comment:

Related