ওয়াশিংটনে গুলির ঘটনায়, সন্দেহভাজনের সঙ্গে সিআইএ সংশ্লিষ্টতা
ওয়াশিংটনে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। বুধবার সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ নিশ্চিত করেছেন, সন্দেহভাজন হামলাকারী রহমানুল্লাহ লাখানওয়ালা আফগানিস্তানে সিআইএ–সমর্থিত একটি সামরিক ইউনিটে কাজ করেছিলেন। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
২৯ বছর বয়সী লাখানওয়ালা ২০২১ সালের সেপ্টেম্বরে ‘অপারেশন অ্যালাইজ ওয়েলকাম’ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন—যে কর্মসূচির মাধ্যমে মার্কিন সরকারের হয়ে কাজ করা আফগান নাগরিকদের জরুরি ভিসা দেওয়া হয়। দ্য নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, তিনি কান্দাহারে মার্কিন বিশেষ বাহিনীর অংশীদার ইউনিটসহ একাধিক মার্কিন সংস্থার হয়ে কাজ করেছিলেন।
ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে র্যাটক্লিফ বলেন, বাইডেন প্রশাসন তাকে যুক্তরাষ্ট্রে আনার পক্ষে যুক্তি দিয়েছিল যে তিনি সিআইএর অংশীদার বাহিনীর সদস্য ছিলেন। তবে যুক্তরাষ্ট্রের বিশৃঙ্খল প্রত্যাহারের পর তার কাজের সম্পর্ক শেষ হয়ে যায়।
ঘটনার পর ইউএসসিআইএস ঘোষণা করেছে, নিরাপত্তা যাচাই নতুনভাবে পর্যালোচনা না হওয়া পর্যন্ত আফগান নাগরিকদের সব অভিবাসন আবেদন স্থগিত থাকবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে ওয়াশিংটনে অতিরিক্ত ৫০০ ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, অভিবাসন এখন দেশের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি।

Please share your comment: