টানেলে আটকে থাকা যোদ্ধাদের নিরাপদে বের করার আহ্বান জানাল হামাস

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 27 নভেম্বর 2025 19:11 পিএম

ছবি : সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ গাজার রাফায় টানেলে আটকে থাকা নিজেদের যোদ্ধাদের নিরাপদে বের করতে মধ্যস্থতাকারী দেশগুলোর সহায়তা চেয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে টানেল থেকে বের হওয়ার পর ইসরাইলি বাহিনীর হাতে ২০ হামাস সদস্য নিহত ও আটজন গ্রেপ্তার হওয়ার পর হামাস এ আহ্বান জানায়। গত অক্টোবরে যুদ্ধবিরতি হলেও রাফার অধিকাংশ অঞ্চল এখনও ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে, যেখানে কথিত ‘হলুদ সীমারেখা’ অতিক্রম করলেই ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি বা বিমান হামলা চালানো হয়।

হামাস জানিয়েছে, “আমাদের যোদ্ধাদের জীবনের নিরাপত্তার জন্য ইসরাইল সম্পূর্ণ দায়ী। আমাদের সন্তানদের যেন ঘরে ফিরতে দেওয়া হয়—এ জন্য আমরা মধ্যস্থতাকারী দেশগুলোর সহায়তা চাই।”

প্রথমবারের মতো টানেলে নিজেদের সদস্যরা আটকা পড়েছে—এ কথা প্রকাশ্যে স্বীকার করে আন্তর্জাতিক চাপ বাড়ানোর চেষ্টা করছে হামাস।

অন্যদিকে ইসরাইলি গণমাধ্যমের দাবি, নেতানিয়াহু সরকার টানেলে থাকা যোদ্ধাদের আত্মসমর্পণের শর্তে বেরিয়ে আসার অনুমতি দেওয়ার প্রস্তাব পাঠিয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো এ প্রস্তাবে বলা হয়েছে—হামাস যোদ্ধারা আত্মসমর্পণে সম্মত হলে তাদের ইসরাইলি কারাগারে স্থানান্তর করা হবে।

তবে হামাস স্পষ্ট জানিয়েছে, তারা কখনও ইসরাইলের কাছে আত্মসমর্পণ করবে না। তাদের অভিযোগ—রাফার সুড়ঙ্গগুলোতে যোদ্ধাদের হত্যা, গ্রেপ্তার এবং তাড়া করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে ইসরাইল।

Please share your comment:

Related