নির্বাচন সামনে রেখে মিয়ানমারে বিরোধী মতের ৯ হাজার বন্দির সাজা মওকুফ

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 27 নভেম্বর 2025 17:11 পিএম

ফাইল ছবি

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মিয়ানমারের সামরিক জান্তা বিরোধী মতের প্রায় ৯ হাজার কারাবন্দির সাজা মওকুফ ও কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এ তালিকায় সাবেক গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি আছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জান্তার ঘোষণায় বলা হয়েছে—

৩,০৮৫ জনের সাজা কমানো হয়েছে, ৫,৫৮০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে তাদের মধ্যে ঠিক কতজন রাজনৈতিক বন্দি, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হয়নি। কারাবন্দিদের মুক্তি প্রক্রিয়া শুরু হলে বিষয়টি পরিষ্কার হবে। কবে তাদের মুক্তি দেওয়া হবে—সে বিষয়েও এখনো কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ।

২০২১ সালে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর এটাই প্রথম জাতীয় নির্বাচন, যা অনুষ্ঠিত হওয়ার কথা ডিসেম্বরে। তবে প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করায় মানবাধিকার সংগঠনগুলো ইতোমধ্যে ভোটের স্বচ্ছতা ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে।

Please share your comment:

Related