ইমরান খানকে নিয়ে ছড়ানো গুজব ভিত্তিহীন :পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 27 নভেম্বর 2025 15:11 পিএম

ফাইল ছবি

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এমন গুজব উড়িয়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ইমরান খান এখনও আদিয়ালা কারাগারেই আছেন এবং সুস্থ আছেন।

কারা কর্তৃপক্ষের ভাষ্য, ইমরানের স্বাস্থ্য নিয়ে অনিশ্চয়তার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন এবং তাঁর সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। ভারতের কিছু গণমাধ্যমে ইমরানের ‘মৃত্যু’ নিয়ে ছড়ানো গুজবকেও ভুল প্রমাণ করেছে এই ব্যাখ্যা।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও পৃথক এক বক্তব্যে বলেন, ইমরান খান কারাগারে যে সুবিধা পাচ্ছেন, তা পাকিস্তানের ইতিহাসে কোনো বন্দি পাননি। তাঁর দাবি—ইমরানের জন্য পাঁচতারকা হোটেলের মানের খাবারের ব্যবস্থা আছে টেলিভিশন রয়েছে, যেখানে তিনি যেকোনো চ্যানেল দেখতে পারেন শরীরচর্চার যন্ত্র দেওয়া হয়েছে , বড় বিছানা ও নরম তোশকের সুবিধা রয়েছে , এমনকি কারাগারের লাউডস্পিকারে নিজের বক্তৃতাও শুনতে পারেন

খাজা আসিফ দাবি করেন, তারা যখন জেলে ছিলেন, তখন ঠান্ডায় মেঝেতে ঘুমাতে হতো, জেলের সাধারণ খাবার খেতে হতো এবং গরম পানিও পাওয়া যেত না—যা ইমরানের বিশেষ সুবিধার সঙ্গে সম্পূর্ণ বিপরীত।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকেই কারাগারে আছেন। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে দুর্নীতি, গোপন নথি ফাঁস, অবৈধ অর্থ লেনদেন থেকে শুরু করে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা চলছে।

Please share your comment:

Related