শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের চিঠি পরীক্ষা করছে ভারত: রণধীর জয়সোওয়াল
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইতে বাংলাদেশ যে চিঠি পাঠিয়েছে, তা পরীক্ষা করে দেখছে ভারত। বুধবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোওয়াল।
তিনি বলেন, চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে। শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতাসহ বাংলাদেশের সর্বোত্তম স্বার্থে ভারত প্রতিশ্রুতিবদ্ধ—এমন মন্তব্যও করেন তিনি। জয়সোওয়াল জানান, এ লক্ষ্য অর্জনে ভারত সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ চালিয়ে যাবে।
বাংলাদেশের পাঠানো চিঠির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, ভারতের কাছে পাঠানো নোট ভারবালের এখনও কোনো জবাব মেলেনি। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, মিশনের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে, তবে এত দ্রুত উত্তর আসার আশা করা হয় না।
গত বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর দুই দফা প্রত্যর্পণ অনুরোধ জানালেও সাড়া পায়নি বাংলাদেশ। গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ তৃতীয় দফায় ভারতকে চিঠি পাঠিয়ে প্রত্যর্পণের অনুরোধ জানায়। চিঠিতে বলা হয়, বিস্তারিত বিচারিক প্রক্রিয়া শেষে রায় ঘোষিত হয়েছে এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে হস্তান্তর করা উচিত।
যদিও এই চিঠির জবাব এখনো দেয়নি ভারত, তবে রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের প্রতি তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছিল।

Please share your comment: