‘দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন’—ভারতকে পাল্টা হুঁশিয়ারি সিন্ধুর মুখ্যমন্ত্রীর

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 25 নভেম্বর 2025 16:11 পিএম

ফাইল ছবি

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যকে ‘অযৌক্তিক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ। রাজনাথ সিংয়ের মন্তব্য ছিল—একসময় সিন্ধু অঞ্চল ভারতের সঙ্গে যুক্ত হতে পারে। এর জবাবে মুরাদ আলী শাহ বলেন, রাজনাথের উচিত ‘দিবাস্বপ্ন দেখা বন্ধ করা’।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেন, “সিন্ধু পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ—ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।” তিনি আরও দাবি করেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী ইতিহাস সম্পর্কে অবগত নন।

মুরাদ আলী শাহ ব্যাখ্যা করে বলেন, সিন্ধু অঞ্চল ১৯৩৬ সালেই বোম্বে প্রেসিডেন্সি থেকে পৃথক হয়েছিল—পাকিস্তান প্রতিষ্ঠারও আগে। সিন্ধুর জনগণ দীর্ঘদিন ধরে তাদের স্বায়ত্তশাসন, সাংস্কৃতিক মর্যাদা ও রাজনৈতিক পরিচয়কে অগ্রাধিকার দিয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

ভারতীয় মন্ত্রীকে উদ্দেশ্য করে সিন্ধুর মুখ্যমন্ত্রী বলেন, “দিবাস্বপ্ন দেখার পরিবর্তে ভারতের উচিত নিজেদের অভ্যন্তরীণ সংকট ও বিভাজনের দিকে মনোযোগ দেওয়া।”

গত রোববার নয়াদিল্লিতে সিন্ধি সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে ভাষণ দেন রাজনাথ সিং। সেখানে তিনি বলেন, সিন্ধু এখন ভারতের অংশ না হলেও ঐতিহাসিক ও সভ্যতাগত দিক থেকে অঞ্চলটির সঙ্গে ভারতের গভীর সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে এটি ভারতের সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি—সিন্ধু অঞ্চল হারানো অনেক সিন্ধি হিন্দুই কখনও মেনে নেয়নি; এর উদাহরণ হিসেবে তিনি লালকৃষ্ণ আদবানির বক্তব্যও উদ্ধৃত করেন।

অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রাজনাথ সিংয়ের মন্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে, যা ইস্যুটিকে আরও আলোচিত করে তুলেছে।

Please share your comment:

Related