রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 24 নভেম্বর 2025 21:11 পিএম

ছবি: সংগৃহীত

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র এখন জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। মস্কোর সঙ্গে প্রস্তাবিত ২৮ দফা শান্তি পরিকল্পনা তৈরি করার পর ওয়াশিংটন সে পরিকল্পনায় পরিবর্তন আনার লক্ষ্যে জেনেভায় ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে একাধিক দফা বৈঠক শুরু করেছে। লক্ষ্য—সব পক্ষ গ্রহণ করতে পারে এমন একটি সমঝোতা কাঠামো তৈরি করা।

রোববার জেনেভায় প্রথম দিনের বৈঠক শেষে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন যৌথ বিবৃতিতে জানায়, তারা যুদ্ধ বন্ধে একটি “পরিমার্জিত শান্তি কাঠামোর খসড়া” প্রস্তুত করেছে। তবে কাঠামোর বিবরণ প্রকাশ করা হয়নি।

টানা চার বছর ধরে চলমান এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষে পরিণত হয়েছে। আলোচনা চলমান অবস্থায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছে পরিকল্পনা গ্রহণের বিষয়ে অবস্থান জানাতে। কিয়েভ ও মিত্রদেশগুলোর অভিযোগ—২৮ দফা পরিকল্পনায় রাশিয়ার ইচ্ছার প্রতিফলন বেশি।

পরিমার্জিত পরিকল্পনা ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা, পুনর্গঠন খরচ এবং যুদ্ধক্ষতি–সংক্রান্ত ক্ষতিপূরণসহ নানা বিতর্কিত ইস্যু কীভাবে সমাধান করবে, তা এখনো স্পষ্ট নয়। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন—আলোচনা চলছে, তবে মস্কোকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে সুইডেনে মিত্রদের সঙ্গে বৈঠকে জেলেনস্কি বলেন, “সমঝোতার পথে যুক্তরাষ্ট্রসহ অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি। এসব সমঝোতা আমাদের দুর্বল নয়, বরং আরও শক্তিশালী করবে।”

তিনি রাশিয়ার জব্দ করা সম্পদ ক্ষতিপূরণে ব্যবহারের ওপর জোর দেন।

রাজনৈতিকভাবে চাপে থাকা জেলেনস্কি দুর্নীতি বিতর্ক এবং শান্তিচুক্তি নিয়ে জনগণের ক্ষোভের মুখে রয়েছেন। এ সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্র সফর করতে পারেন বলে সূত্র জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তিচুক্তি অনুযায়ী, ইউক্রেনকে নিজেদের ভূখণ্ডের বড় অংশ ছাড়তে হবে, সেনাবাহিনী ছোট করতে হবে এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে—যা কিয়েভ বহু আগেই প্রত্যাখ্যান করেছে।

কিয়েভের বাসিন্দা অ্যাঞ্জেলিকা ইউরকেভিচ বলেন, “এই পরিকল্পনা ইউক্রেনের আত্মসমর্পণের মতো। ইউক্রেনের জনগণ কখনোই এটি মেনে নেবে না।”

Please share your comment:

Related