৭ অক্টোবরের ‘ব্যর্থতায়’ ইসরাইলের বহু সামরিক কমান্ডার বরখাস্ত
হামাসের নেতৃত্বে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে চালানো আকস্মিক হামলা প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায়ে ইসরাইলি সেনাবাহিনী একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করেছে এবং কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
আল জাজিরার তথ্য অনুযায়ী, সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত তালিকায় সামরিক গোয়েন্দা, অভিযান এবং দক্ষিণ কমান্ডের গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তারা রয়েছেন।
তবে ঠিক কতজনকে বরখাস্ত করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি সেনাবাহিনী। গাজায় চলমান যুদ্ধের সূত্রপাত ঘটানো ওই হামলার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হওয়ার আগেই এ সিদ্ধান্ত নেয় ইসরাইল।
রোববার প্রকাশিত সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, বরখাস্ত কর্মকর্তাদের রিজার্ভ ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তারা আর ভবিষ্যতে সামরিক দায়িত্বে ফিরতে পারবেন না।
ইসরাইলি সামরিক প্রধান ইয়াল জামির বলেন, “৭ অক্টোবরের ঘটনায় আইডিএফ জনগণকে রক্ষা করার মৌলিক দায়িত্বে ব্যর্থ হয়েছে। এটি শুধু ভুল নয়, একটি গভীর পদ্ধতিগত ব্যর্থতা।” তিনি আরও বলেন, এই অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে।

Please share your comment: