যুদ্ধ বন্ধের পরিকল্পনা ঘিরে মার্কিন সমর্থন হারানোর শঙ্কায় ইউক্রেন

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 23 নভেম্বর 2025 22:11 পিএম

এম৭৭৭ হোইৎজার কামান: ফাইল ছবি

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের তৈরি ২৮ দফার শান্তি পরিকল্পনা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে কিয়েভে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত মিলছে—ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা যদি পরিকল্পনাটি গ্রহণ না করে, তবে যুক্তরাষ্ট্র তাদের সমর্থন প্রত্যাহার করতে পারে।

পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনকে পূর্বাঞ্চলের কিছু এলাকা রাশিয়ার কাছে ছাড় দিতে হবে, সামরিক বাহিনীর আকার কমাতে হবে এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তাও হ্রাস পাবে। এসব শর্ত ইতোমধ্যেই ইউক্রেনের জন্য কঠিন সংকট তৈরি করেছে।

গত শুক্রবার ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এই পরিকল্পনা “মেনে নিতেই হবে”—নইলে তাঁকে “একাই লড়াই করতে হবে।” যদিও ট্রাম্প এটিকে চূড়ান্ত প্রস্তাব নয় বলেও উল্লেখ করেন।

সেদিনই জাতির উদ্দেশে ভাষণে জেলেনস্কি স্বীকার করেন, দেশটি উভয় সংকটে—একদিকে যুক্তরাষ্ট্রকে হারানোর ঝুঁকি, অন্যদিকে রাশিয়ার কাছে নতি স্বীকারের চাপ। ২৮ দফার বহু শর্তই রাশিয়ার দাবি–দাওয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

মার্কিন সহায়তা হারালে ইউক্রেনের অস্ত্র সরবরাহ, গোয়েন্দা তথ্য, সামরিক সক্ষমতা ও মনোবল সবই সংকটে পড়তে পারে। এতে ইউরোপীয় মিত্ররাও কৌশলগত অস্থিরতায় পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায় ইউক্রেন, ইউরোপীয় মিত্র এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আজ রোববার জেনেভায় বৈঠকে বসছেন। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে অংশ নিতে ইতোমধ্যেই জেনেভায় পৌঁছেছেন। ইউরোপীয় দেশগুলোও নিজেদের বিকল্প খসড়া পরিকল্পনা আলোচনায় আনছে।

বৈঠকে সমঝোতার একটি গ্রহণযোগ্য খসড়া চূড়ান্ত করার চেষ্টা করা হবে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। তবে দুই প্রেসিডেন্ট—ট্রাম্প ও জেলেনস্কির—মুখোমুখি না বসা পর্যন্ত সমাধান পাওয়া কঠিন বলে কূটনৈতিক পর্যবেক্ষকদের মত।

Please share your comment:

Related