যুদ্ধ বন্ধে রাশিয়া–যুক্তরাষ্ট্রের গোপন শান্তি প্রস্তাব, চাপে ইউক্রেন

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 20 নভেম্বর 2025 17:11 পিএম

ফাইল ছবি

ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়ার সঙ্গে যৌথভাবে নতুন একটি গোপন শান্তি প্রস্তাব প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব অনুযায়ী, মস্কোর কাছে কিছু ভূখণ্ড ছাড়সহ কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে ইউক্রেনকে- এমন তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, যেকোনো শান্তি উদ্যোগ নেওয়ার আগে অবশ্যই ইউক্রেন ও ইউরোপের সঙ্গে আলোচনা করতে হবে।

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন যে দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা বর্তমানে ‘ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন’ নিয়ে ইউক্রেনে রয়েছেন। সেখানে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য উদ্যোগ নিয়েও আলোচনা হবে।

গত বুধবার (১৯ নভেম্বর) বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, কিয়েভের অংশগ্রহণ ছাড়াই ওয়াশিংটন ও মস্কো সম্প্রতি একটি গোপন বৈঠক করে এবং সেই বৈঠকে ২৮ দফার নতুন শান্তি প্রস্তাব খসড়া করা হয়। এ খবরে একদিন পর, বৃহস্পতিবার (২০ নভেম্বর) মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা ইউক্রেনে পৌঁছান।

Please share your comment:

Related