ইরানকে আইএইএ এর সহযোগিতার আহ্বান

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 19 নভেম্বর 2025 21:11 পিএম

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) পরিচালনা পর্ষদে ইরানকে ‘পূর্ণ সহযোগিতা’ করার জন্য আহ্বান জানানো একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে। এ খসড়া প্রস্তাব বুধবার এএফপির হাতে এসেছে।

ভিয়েনা থেকে এএফপি জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও আইএইএর মধ্যে উত্তেজনা বেড়েছে। চলতি বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পর সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। এরপর থেকে সংস্থার পরিদর্শকদের ফোর্দো ও নাতাঞ্জের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

খসড়া প্রস্তাবে বলা হয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং সংস্থার অনুরোধ অনুযায়ী প্রবেশাধিকার প্রদান করতে হবে। গত পাঁচ মাসে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এবং সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা সম্পর্কে আইএইএকে তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রবিবার বলেছেন, দেশে কোনো অঘোষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নেই এবং বর্তমানে কোনো সমৃদ্ধকরণ চলছে না, কারণ সাম্প্রতিক ইসরায়েলি হামলায় স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

Please share your comment:

Related