ইসরায়েলের প্রধানমন্ত্রী নিউইয়র্কে এলেই গ্রেপ্তার হবে: মামদানি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। গাজায় বেসামরিক গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি উল্লেখ করে তিনি এই ঘোষণা দেন।
স্থানীয় গণমাধ্যম জানায়, বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে সাক্ষাৎকালে মামদানি বলেন, নিউইয়র্ক ‘আন্তর্জাতিক আইনের শহর’, তাই আইসিসির পরোয়ানা এখানে বহাল থাকবে। পরে এবিসি৭–এর সরাসরি সম্প্রচারেও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
মামদানি বলেন, নেতানিয়াহু ও ভ্লাদিমির পুতিন—যে–ই হোন না কেন, আন্তর্জাতিক আইনের আওতায় থাকা ব্যক্তি নিউইয়র্কে এলে আইসিসির পরোয়ানা কার্যকর থাকবে।
তিনি আরও জানান, নেতানিয়াহুকে আটক করতে নতুন কোনো আইন বানানোর ইচ্ছা তাঁর নেই; বরং বিদ্যমান আইনের মধ্যেই তিনি সব সম্ভাবনা খতিয়ে দেখবেন।
এদিকে সিবিএস জানায়, দায়িত্ব গ্রহণের প্রাক্কালে ট্রানজিশন টিমের ব্যয় নির্বাহে সমর্থকদের কাছে অনুদান চেয়েছেন মামদানি। তাঁর প্রচারণা টিম ইতোমধ্যে ১০ লাখ ডলার সংগ্রহ করলেও তাঁদের আরও ৪০ লাখ ডলার প্রয়োজন।

Please share your comment: