ফিলিস্তিন রাষ্ট্রে জাতিসংঘ সমর্থন দিলে পিএ কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরাইলি মন্ত্রীর
ইসরাইলের চরমপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, জাতিসংঘ যদি ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তাহলে জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যা এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হবে।
বেন-গভির সোমবার নেসেটে এক সংবাদ সম্মেলনে বলেন, “যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মার্কিন-খসড়া প্রস্তাব অনুমোদন করে, তাহলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যা এবং প্রেসিডেন্ট আব্বাসকে গ্রেফতারের নির্দেশ দিতে হবে।”
তবে, বেন-গভিরের হুমকির কয়েক ঘন্টা পরে ওয়াশিংটনের প্রস্তাবটি ১৩ সদস্যের সংস্থা অনুমোদন করে। এতে ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন প্রশাসন এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী অন্তর্ভুক্ত ছিল, যা গত মাসে দুই বছরের যুদ্ধ বন্ধ চুক্তির অংশ হিসেবে কার্যকর করা হয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ উগ্রপন্থী মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, “এ ধরনের উস্কানি শান্তিকে প্রত্যাখ্যান করে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। রাষ্ট্রগুলোকে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সন্ত্রাসী ভাষা ও উস্কানি ব্যবহার বন্ধ করতে হবে।”
এর আগে, ইসরাইলি রাজনীতিবিদরা ফিলিস্তিনি রাষ্ট্রের যেকোনো সম্ভাবনা প্রত্যাখ্যান করার ব্যাপারে সর্বসম্মত হয়েছেন।

Please share your comment: