যেকোনো আগ্রাসনের কঠিন জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, ভবিষ্যতে দেশের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে। রোববার করাচি ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি জংকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “পাকিস্তান শান্তির প্রতিশ্রুতিবদ্ধ। তবে আগ্রাসন হলে মে মাসে যেভাবে জবাব দেওয়া হয়েছিল, একইভাবে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
মুনিরের মন্তব্য আসে ভারতের সঙ্গে চলতি বছরের মে মাসে সংঘটিত সংঘাতের প্রেক্ষাপটে। সেই সময় ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার জেরে দুই দেশের মধ্যে ছয় দিন ধরে পাল্টাপাল্টি হামলা চলে এবং শেষে ১০ মে যুদ্ধবিরতি হয়। এই সংঘাতের পরই আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়।
এছাড়া, সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্ট ২৭তম সংবিধান সংশোধনী বিল অনুমোদন করেছে, যার মাধ্যমে সেনাপ্রধান আজীবন কোনো প্রশাসনিক বা অপরাধমূলক দায় থেকে মুক্ত থাকবেন। তবে বিরোধী দল ও সংবিধান বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এটি বিচারব্যবস্থার স্বাধীনতার জন্য হুমকি তৈরি করতে পারে।

Please share your comment: