হাসিনার মৃত্যুদণ্ডের রায়: প্রতিক্রিয়ায় যা বলল ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 17 নভেম্বর 2025 19:11 পিএম

ছবি : সংগৃহীত

ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন, এমন দাবি উঠে আসার মধ্যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতির মাধ্যমে এ প্রতিক্রিয়া জানায়।

এতে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়টি তারা ‍‍‍‌"নোট করেছে"।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের; প্রতিবেশী দেশের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণমূলক রাজনীতি ও সামগ্রিক স্থিতিশীলতাকে ভারত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে।

এ অঞ্চলের অভিন্ন ইতিহাস, ভৌগোলিক সংযোগ এবং পারস্পরিক স্বার্থ রক্ষার বিষয় স্মরণ করিয়ে ভারত জানায়, বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে তারা সবসময় গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের সব স্টেকহোল্ডারের সঙ্গে ইতিবাচক ও কার্যকর যোগাযোগ বজায় রাখাই ভারতের অগ্রাধিকার—যাতে আঞ্চলিক স্থিতিশীলতা ও বাংলাদেশের শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়।

Please share your comment:

Related