যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করবে ভারত!

Published: 05 জুলাই 2025 17:07 পিএম

ফাইল ছবি

বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব করেছে ভারত। ভারত সরকারের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নয়াদিল্লি বলেছে, গাড়ি ও গাড়ির কিছু পণ্যের ওপর ওয়াশিংটন যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, তার প্রভাব পড়বে ভারতের ২৮৯ কোটি ডলারের রপ্তানি পণ্যের ওপর।

ভারত সরকারের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমদানি করা পণ্য থেকে যুক্তরাষ্ট্র ৭২ কোটি ৫০ লাখ ডলারের শুল্ক পাবে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর একই পরিমাণ শুল্ক আরোপ করবে নয়াদিল্লি। তবে এই শুল্ক সুনির্দিষ্টভাবে কী পরিমাণ হবে বা কোন কোন পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে, তা বার্তায় উল্লেখ করা হয়নি। 

গত এপ্রিলে ভারত থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৬ শতাংশ হারে শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সপ্তাহখানেক পর সেই শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়। ৯ জুলাইয়ের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে চাচ্ছে ভারত। 

 

শা/আ/দি

Please share your comment:

Related