ডলারের মজুত বাড়াতে আরও ৬ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে নিলামের মাধ্যমে বাজার থেকে আরও ৬০ মিলিয়ন বা ৬ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২১ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংক জানায়, এদিন চারটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ১২২ টাকা ৩০ পয়সা দরে এই ডলার কেনা হয়েছে। নিলামে ডলারের কাট-অফ প্রাইসও নির্ধারিত ছিল ১২২ টাকা ৩০ পয়সা। চলতি ডিসেম্বর মাসেই কেন্দ্রীয় ব্যাংক পর্যায়ক্রমে মোট ৮০ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার (৮০৫.৫০ মিলিয়ন) বাজার থেকে ক্রয় করল।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই রিজার্ভ বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কয়েক দফায় ডলার কিনে আসছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি হিসাব অনুযায়ী, অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২৯৩ কোটি ১৫ লাখ বা ২.৯৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক।

Please share your comment: