মে মাসের ২৪ দিনে ৮ ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স

National Desk Published: 21 ডিসেম্বর 2025 17:12 পিএম

ফাইল ছবি

চলতি মে মাসের প্রথম ২৪ দিনে দেশে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ শক্তিশালী থাকলেও দেশের ৮টি ব্যাংক কোনো রেমিট্যান্স সংগ্রহ করতে পারেনি। রোববার (২৫ মে) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, মাসের শুরু থেকে ২৪ মে পর্যন্ত দেশে মোট ২২৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসলেও এই নির্দিষ্ট ব্যাংকগুলো কোনো অর্থ আনতে ব্যর্থ হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, রেমিট্যান্স না আসা ব্যাংকগুলোর তালিকায় রয়েছে একটি বিশেষায়িত ব্যাংক, চারটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং তিনটি বিদেশি ব্যাংক। এর মধ্যে রয়েছে বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। এছাড়া বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও কোনো প্রবাসী আয় আসেনি।

খাতভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, আলোচ্য সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ কোটি ৫২ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২০ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সর্বোচ্চ ১৩৭ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। একই সময়ে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৪১ লাখ ৩০ হাজার ডলার।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে প্রবাসীরা তাদের পরিবারের কাছে স্বাভাবিকের চেয়ে বেশি অর্থ পাঠাচ্ছেন, যার ইতিবাচক প্রভাব পড়েছে সামগ্রিক রেমিট্যান্স প্রবাহে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৪ মে পর্যন্ত এক সপ্তাহেই এসেছে প্রায় ৬৩ কোটি ৬০ লাখ ডলার। এর আগে ৪ থেকে ১০ মে পর্যন্ত সময়ে এসেছে সর্বোচ্চ ৮১ কোটি ৫৯ লাখ ডলার।

উল্লেখ্য, চলতি বছর রেমিট্যান্সের ক্ষেত্রে একের পর এক রেকর্ড সৃষ্টি হচ্ছে। গত মার্চ মাসে দেশে ৩২৮ কোটি ৯৯ লাখ ডলারের রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছিল, যা ছিল দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়। এর ধারাবাহিকতায় এপ্রিল ও মে মাসেও প্রবাহ বেশ সন্তোষজনক পর্যায়ে রয়েছে।

Please share your comment:

Related