দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩১ দশমিক ৮৯ বিলিয়ন ডলার
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, বুধবার (১০ ডিসেম্বর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৮৯০ দশমিক ০৭ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে বর্তমানে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ হাজার ২২৪ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত ১ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩১ হাজার ২০৫ দশমিক ৬৪ মিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৬ হাজার ৫১০ দশমিক ৬৪ মিলিয়ন ডলার। সর্বশেষ হিসাবে প্রায় ৬৮৪ মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়। এই পদ্ধতিতেই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রিজার্ভ পরিস্থিতি মূল্যায়ন করা হয়ে থাকে।

Please share your comment: