অবশেষে সয়াবিন তেলের দাম বাড়লো ৬ টাকা

News Desk Published: 07 ডিসেম্বর 2025 20:12 পিএম

ছবি : সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনার পর দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। যদিও কয়েকদিন আগেই সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করে সরকার।

এ দফায় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে ৬ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে ৭ টাকা। পাশাপাশি প্রতি লিটার পাম তেলের দাম বাড়ানো হয়েছে ১৬ টাকা এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে ৩৩ টাকা।

রোববার (৭ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর ভোজ্যতেলের নতুন দাম ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন এই দাম কার্যকর হবে আগামী সোমবার (৮ ডিসেম্বর) থেকে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৭৬ টাকা।

Please share your comment:

Related