ধ্বংসস্তূপ থেকে দেশকে আবারও পুনর্গঠন করবে বিএনপি: তারেক রহমান
অতীতের মতো এবারও বিএনপি ধ্বংসের কিনারা থেকে দেশকে উদ্ধার করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে সামনের চ্যালেঞ্জিং সময় মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘ডিজিটাল স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হন তিনি।
বক্তব্যের শুরুতেই সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্মৃতিচারণা করেন তারেক রহমান। তিনি হাদিকে গণতন্ত্রের অকুতোভয় সৈনিক হিসেবে আখ্যায়িত করে বলেন, "তিনি ভোটের রাজনীতি ও গণতন্ত্রে বিশ্বাস করতেন বলেই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।" তারেক রহমান জুলাই আন্দোলনের বীর শহীদদের পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সম্মান অক্ষুণ্ণ রেখে দেশ গড়ার কাজে সবাইকে আত্মনিয়োগ করার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, দেশ এখন স্বৈরাচারমুক্ত হলেও ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে। এই অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে হলে রাষ্ট্রকে নতুন করে গড়ে তোলা জরুরি।
শহীদদের স্মরণে ডিজিটাল উদ্যোগ অনুষ্ঠানে তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে একটি বিশেষ ‘ডিজিটাল স্মৃতিস্তম্ভের’ উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে বগুড়া শহরের সাতমাথা ও সরকারি আজিজুল হক কলেজসহ ২০টি গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের জন্য ‘ফ্রি ওয়াই-ফাই’ সেবা চালু করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, পর্যায়ক্রমে জেলার আরও ৪০টি স্থানে এই সুবিধা সম্প্রসারণ করা হবে।
বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, আন্দোলনে আহত যোদ্ধা এবং দলের বর্তমান ও সাবেক শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা বিএনপির নেতারা জানান, এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্ম শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবে এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হবে।

Please share your comment: